গোঁফের সাথে সমান তালে
বাড়ছে হাতের নখ,
একলা কোথাও সঙ্গোপনে
রাখতে কি আর পারছ নাকি-
তোমার চোখে চোখ?

দাঁতের ফাঁকে প্লাক জমেছে,
রাতের ঘুমে ঘুণ,
পশুর ফুলের মধুর সাথে
নোনতা স্বাদের তুষ্টে মেশাও
চিমটি ভরে নুন।

শৌণ্ড সবে, তোমার বেলায়-
কারণ সুধার জাম,
জিভের ডগায় গোলক নাচে,
হালাল না হারাম? কেবল,-
আমিষে বদনাম।

খেয়েছ তো অনেক কিছুই
জন্মভূমির ক্রোড়ে,
তেষ্টা পেলে গভীর রাতে
জলটাও কি চিবিয়ে খাবে!-
হাড়ের মতোন করে?

এপাশ-ওপাশ, দোল চেয়ারে,
সমস্ত রাত পার,
অথচ-
স্বস্তি নিয়ে ঘুমায় যারা,
সেই শহরেও তোমার ছিল
পৌর অধিকার।


শৌণ্ড > মাতাল