সুরে সুরে সমসুর আধুনিকতায়,
ছেলেবেলা শুষে নেয় আধুনিক মন্ত্র,
লেখনী ছুঁড়িয়া ধরে নব নব যন্ত্র,
তিলে তিলে তাল হয় মানবতা ক্ষয়।
শৈশব নির্বাক, ঠাঁই ঘরের কোণায়।
সকলেই সামাজিক ভাবনা স্বতন্ত্র,
গীটারের কলতানে চুপ গোপীযন্ত্র,-
ডানপিটে ছেলেবেলা ইতিহাসে রয়।
আধুনিকী বলে নাকি মোরা মুক্তমনা;
ধরিবার স্বাদ জাগে আকাশের চাঁদ;
তবু ক্রমে ক্ষীণকায় মোদের চেতনা,
চার দেয়ালের মাঝে রাখি স্বপ্ন ছাঁদ।
বিহানেই অঙ্কুরিত স্বপ্ন যন্ত্র খানা,
ছেলেবেলা ঘিরে থাকে শত যন্ত্র ফাঁদ।
শব্দ ব্যাখ্যা:
গোপীযন্ত্র > বাউলের বাদ্য যাতে গুপ গুপ আওয়াজ হয়
ছাঁদ > ছাঁচ
( পেত্রার্কীয়, অক্ষরবৃত্ত, বর্ণবিন্যাস: ৮+৬, অন্ত্যমিল: কখখক : কখখক :: গঘগ : ঘগঘ )