বিরহ তব গগন চুম্বী,- সুরার কাপে রাখিছ,
চায় চায় করি চাঁই একত্র; স্রষ্টার বেদিমূলে।
পরিবার সুখে হন্নে হয়ে; অর্থের টানে ভ্রমিছ;
দেশমাতৃকা ধর্ষিতা হলে বলেছ আঙুল তুলে?
একক প্রশ্নে উত্তর শুধু নিজের করিয়া খোঁজা,
ক্ষুদ্র স্বার্থে নিশিদিন শুধু অথই সাগরে ভাসা।
তিল তিল করে স্বার্থ মিশিয়ে সাড়ে-বত্রিশ-ভাজা,
নীতিহীনতার পচা জঞ্জালে ধরো কেবলি নাসা!
নৈতিকতার স্খলন হইলে ধৈর্য্য নিশান তোলা,
গরলে পূর্ণ পেয়ালা; তবু সজ্ঞানে পান করিছ।
নির্বিকারের চাদর জড়িয়ে আর কত অবোলা!
নিজের খুদিত গর্তে; নিজেরই পতন ডাকিছ!
বোবার বুলি - কালার শ্রবণ; ছাড়ো এই ছলনা!
কণ্ঠ ছাড়ো এইবার! দাও স্বদেশের নজরানা।
( শেক্সপিয়ারীয়, অক্ষরবৃত্ত, বর্ণবিন্যাস: ৮+১০, অন্ত্যমিল: কখকখ : গঘগঘ : ঙচঙচ : ছছ )