কোন্ শব্দে ভালোবাসা রাখি কোনটায় রাখি ঘৃণা;
শব্দ নিয়ে টানাটানি বাধে কবিদের কবিতায়।
কোন্ শব্দটি প্রবেশ করে মনের গভীরতায়!
অসীম ঘৃণার শব্দখানা কবিতায় লেখা মানা।
এমন শব্দ কোথায় আছে, দেবে শ্বরে সম্মাননা!
শয়তানের যা যোগ্য প্রাপ্য সে শব্দ কোথায় পায়!
যে মত্ত ভরে নিজ পেয়ালা, সেই শব্দ অসহায়,-
বলো (অশ্রু-বিনে কান্না) শব্দ; যদি থাকে কারো জানা।

শত শব্দ শত কবিতায় লিখে যায় অবিরাম;
শব্দ তবু কম পড়ে যায় - কবিতা অসমাপিকা।
স্রষ্টা জানে সৃষ্টি-শব্দ, তবু, -খুঁজি সৃষ্টির আয়াম।
শব্দের পরে শব্দ সাজিয়ে শুধু গাঁথি অট্টালিকা।
কখনো পরাতে পারতাম যদি মৃত্যুকে লাগাম;
এক শব্দে এক জীবনের যত গল্প হ’তো আঁকা।


শব্দ ব্যাখ্যা:
শ্বর > সৃষ্টিকর্তা
অসমাপিকা > যা শেষ বা সম্পূর্ণ করে না
আয়াম > উপযুক্ত কাল ( আরবি “আইয়াম্”)

(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ১০+৮)