তোমার নীলের রংধনুটা - আমার নীলে ভাসে না,
যে দিন গেছে কার্বনে মিশে বিষাক্ত ধোঁয়ায় ভেসে-
প্রতিদিন, প্রতিক্ষণ ঢোকে - বিশ হয়ে ফুসফুসে,
আজ বৃষ্টিতে হয় প্লাবন, - সেই বৃষ্টিটা আসে না।
তোমার আগে অনেক বৃষ্টি; কিছুই মনে পড়ে না,
ঝরেছিল সে ঘোর অঝরে - গৌরবে ভরা জৌলুসে;
এখন আমার একলা সন্ধা ভাগ্য ওড়াই ফানুসে,-
রুদ্ধ হলো আলগা দুয়ার; বরষা! - কড়া নাড়ে না।
তোমার নীলে দীপ্তি-বিভাস, ঋতু-রাজ বার-মাস,
রে-ব্যান দিয়ে দেখ আকাশ, দেখ বিশ্ব-চরাচর;
“দূর” হয়ে গেছে “বহুদূর”, -যেথা আমার আবাস।
চিলের চোখে দুপুর দেখা; ছিল আমার – অভ্যাস,
আমার নীলে মেঘ ভাসে না - এখন রৌদ্র প্রখর,
সব নীল যদি সাদা হয়; তবু তোমার তাবাস।
শব্দ ব্যাখ্যা:
তাবাস > তালাশ, খোঁজ করা
বিভাস > উজ্জ্বলতার প্রকাশ
(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ১০+৮)