সেদিন দুপুর রোদ; - আমি হরদম,-
বলছি, হে মুসাফির, আরেকটু চলো,
নীরব নিসর্গ, একা, মুখোশ তেজালো,
হে কাতিল, কেন আজ এতো ইন্তিজাম!
সড়ক পুড়িয়ে দেয় রৌদ্র অবিরাম,
প্রখর দুপুর, নিয়ে, - সর্বনাশী আলো;
জরি রায় এসেছিল, বেসেছিল ভালো;
কাঁটার আঘাত সেতো গোলাপের দাম।

ভেজা ভেজা রোদে জ্বলা অবাক রাস্তাটা-
ক্ষণে ক্ষণে মরীচিকা - ইশারায় ডাকে,
ভবঘুরে যে পথিক জানে শুধু হাঁটা;
ভয় কী হারাতে আর - অচেনার বাঁকে!
আধ-খোলা জানালায় মসি-ঘন-ঘটা;
আমার আমি’টা পুড়ে মিশে যায় খাকে।


শব্দ ব্যাখ্যা:
নিসর্গ > প্রকৃতি
খাক > ছাই


(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)