কনকনে শীত-ভোরে প্রথম রোদ্দুর;
ভিখারীর রাশীকৃত টাকায় আস্তিন;
পথভোলা বাউলের ফেলে আসা সুর;
শরাবির শেষ জাম, নেশায় বিলীন।
রোজ রাতে ভেঙ্গে যাওয়া ক্ষুধিত স্বপন;
আ-জীবন কয়েদির বে-কসুর ত্রাণ,
দম-ধরা রোদনের তীব্র উচ্চারণ;
বেদনার বেলা-ভূমে উল্লসিত প্রাণ।
বেদুঈন মশকের সবশেষ ফোটা;
শহীদের নাম লেখা তামাটে বুলেট;
পথভোলা পথিকের আনমনে হাঁটা;
শিশুর প্রথম পাঠ হিজিবিজি স্লেট।
হতে পারে কোরেশীর একা নীরবতা;
এই সেই জরি রায়, - আমার কবিতা।
(শেক্সপিয়ারীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)
সম্মানিত কবি হাজেরা কোরেশী অপি প্রশ্ন করেছিলেন “কে এই রহস্যময়ী জরি রায়?” তার উত্তর দিতেই কবিতাটির অবতারণা। প্রিয় কবিকে নিঃশর্তে এ কবিতাটি প্রদান করলাম।