চোরাবালি ও চোখের গহীন অঞ্জন,
চুরি করে নিয়ে যায় মেঘের বসন।
লাল টিপ তুষাণলে ধিকি ধিকি জ্বলে,
আগুন লেগেছে যেন, পলাশ, শিমুলে।
হাসির ছটায় যেন দোলায় ভূলোক,
নাই বা নিটোল নাকে পরলি নোলক!
ঠোঁটের পরশ নিয়ে মাতাল হাওয়ারা,-
নিয়ত সেথায় করে শুধু ঘোরা-ফেরা।
শোন্ বলি ওলো সখি মোর কথা শোন্!
এমন রূপের মিছে কেন আভরণ?
ভরা সাঁঝে যাসনে রে বাটির বাহিরে,
তখন বেণুর সুরে মরবি বাহারে!
কিবা দোষ দেব তাহে, ঐ রূপ হেরি;
মাতাল হয়েছে যে বা, আহা! মরি! মরি!


শব্দ ব্যাখ্যা:
বাহারে > বসন্তে/মধু মাসে


(আধুনিক সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব ৮+৬)