সে কথাটা ঢেকে দাও - এ কথায় মেতে,
ও কথাটা বলা মানা, না বলাই থাক!
দেহের কালিমা ঢাকে সাধুর পোশাক,
না বলাটা কথা বলে একা আয়নাতে।
চোর যদি পড়ে ধরা কভু হাতে-নাতে;
একযোগে এক সুরে সবাই সবাক,
কোথায় তোমার চুরি, তুমিও নাপাক;-
বুঝবে, বইবে যবে - বায়ু প্রতি-বাতে।

‌দোষী-জ‌নে সাজা হে‌নে তু‌মি বাহাদুর,-
খু‌লে দেখ এঁ‌টে রাখা ম‌নের দেরাজ;
পাশা-পাশি আরাধনা ঠাকুর-অসুর।
বি‌বে‌কের গ‌লি থে‌কে তুল‌ছি আওয়াজ,-
এ জগতে বলো কেবা আছে বেকসুর!
সে-ই বদনাম যার খুলে যায় রাজ।

(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)