এক অবেলায় কোন তুচ্ছের তরে তব প্রণয়াবেদন।
সে কি ভুল! নাকি হীনের প্রতি মায়ার দান!
যে গান গাইতে নেই, যে চাওয়া চাইতে নেই,
যে কারো ক্ষতি করবারও অযোগ্য-
হে জীবন! মিনতি তোমায়,
তাকে এমন করে বিকিয়োনা।
নদীর মতো মোহনায় মিশে যেতে কে না চায়,
ঠিক সাহস যোগাতে পারিনা; পাছে কপাল সঙ্গে যায়!
সমুখে দাঁড়ায়ে আমারি স্বপন তারে ছুঁতে ভয় হয়।
রঙ্গমঞ্চের আলোড়িত ছোট্ট ভূমিকায়-
যার নাম কুশীলবে থাকেনা।
ফেনিল পিউলি হয়ে ঝরে পড়ে আলগা চোখের বাসনা,
সে নীলে ভাসে না।
ভবঘুরে মন অবিরল শুধু ঠিকানায় খুঁজিতে চায়।
ঘুণে ধরা জীবনের গান কে শুনিতে চায়!
তার ভার কে বহিতে চায়!
চেনা সুখ, চেনা হাসির অচেনা পথের মোড়ে এসে-
যে পথিক পথ হারায়ে নিয়তির কাছে করে আত্মসমর্পণ,
দুঃখ, ক্লেশ, গ্লানিকে যে করেছে বসন,
আশা যারে করেছে ব্যর্থ, সকলি গিয়াছে ত্যাগী।
সমুখে পথের পরে পথ সীমাহীন, আমি অবিরত-
আবার কোন মোড়ে পথ হারাবার তরে,,, ,,, ,,,
হে বন্ধু,
এ প্রস্তাব আমি গ্রহণ করিব না।
শব্দ ব্যাখ্যাঃ
পিউলি – টিউলিপ ফুল