[কবি আল মাহমুদের “বোশেখ” কবিতার বিষয় অবলম্বনে]
ঝড়, শুনিয়াছি তব তীব্র জয়োল্লাস;
বদলে ফেল নিমেষে বিশ্ব চরাচর!
ভাঙো দেখি! অসৎ আয়ে বিশাল আগার!
চূর্ণ কেবল ময়না পাখির নিবাস!
তোমার ভয়ে উড়ছে কেতন অক্লেশ;
ভাগছে মানুষ হন্নে হয়ে, তেপান্তর।
ডোবাও প্রমোদ তরী; কেমন প্রখর
দেখবো তোমার বল, ধ্বংসের উচ্ছ্বাস!
ছিঁড়তে পারো কেবল শুধুই গরীব
মাঝির পাল, তোমার জয়ের কেতন
ওড়াই নিঃস্ব চাষার জীর্ণশীর্ণ বক্ষে।
বলতে পারো! কি সুখে প্রলয় নসিব
আঁকছ প্রজা করঙ্গে! সাজান কানন
উজাড় করিছ ক্ষুদ্র মালির সমক্ষে!
( পেত্রার্কীয়, অক্ষরবৃত্ত, অক্ষর বিন্যাস: ৮+৬, অন্ত্যমিল: কখখক : কখখক :: গঘঙ : গঘঙ )