এ দুর্গম আঁধিয়ারে দাঁড়ায়েছি আমি;
সমুখে পুলসিরাত, হাতে পাণ্ডুলিপি,
হে আমার মুহাব্বাত্! শোন পুনরপি;
তব প্রেম ছিল মম প্রেম থেকে দামি।
অবহেলা থাকে যদি; সে আমার কমি,
আলোয় খুঁজেছি আলো - মনে জ্বেলে কুপি।
নফরত্ থাকে তব যদিও কদাপি;
গাফিলের গাফিলতি ক্ষমা কর তুমি।
এ আনন্দ-ধামে-মজি হেরি আপনারে-
দেখিনাই জহরত্ মন-অন্তরালে,
কাটায়েছি দিন শুধু রূপের সাগরে।
পাইলাম আপনারে; তল-শূন্য-দলে,
ক্ষমা করো এ হীনতা; ক্ষমা করো মোরে-
কেটে গেল সুখ-দুখ অদল-বদলে।
শব্দ ব্যাখ্যা:
তল-শূন্য-দলে > জলে ভাসমান উদ্ভিদের গুচ্ছ
পাণ্ডুলিপি > পাপ-পুণ্যের হিসাব খাতা অর্থে
রূপের সাগরে > দুনিয়াবি আনন্দ অর্থে
( পেত্রার্কীয়, অক্ষরবৃত্ত, বর্ণ বিন্যাস: ৮+৬ )