এমনি প্রমোদ দিনে দ্বিপ্রহর বেলা,
মেহেদির লালে লাল শোণিতের ধারা,
হাসির কম্পে লাগিল তব দলে দোলা,
শুভ্র বসনে জৌলুস ষোল শশী পারা।

প্রণয় ফলগু ধারা জ্বলমান তারা-
হৃদ গহীনে আঁচড় কাটি ধাবমান,
সে ছিল বদ্ধ ভূমিতে নব দীপ্ত চারা।
সে আজি তিলক মম, সর্বনাশী দান।

আজ ধুলি ধূসরিত স্বপ্ন মুহ্যমান,
পথিকের পথ ভুল শেষে হ‌লো জানা।
আজ নষ্ট, ভ্রষ্ট, কর যা খুশি প্রদান;
বরিব ভূষণ কেউ করিবে না মানা।

প্রদায়িনী তুমি এই জ্বলিবার জ্বালা,
রচি তারি শ্লোক করি শব্দ লয়ে খেলা।



( স্পেনসেরিয়ান সনেট,
পর্ব বিন্যাস: ৮+৬=১৪
অন্ত্যমিল: কখকখ : খগখগ : গঘগঘ :: ঙঙ )