সাক্ষী এই পথঘাট, শত অন্তর্গ্লানি।
বেয়োনেটে বিদ্ধ স্বপ্ন, মাতা অসহায়,
সন্তানের শব ছিল পিতার কান্ধায়,-
বোনের আবরু দিল স্বাধীনতা আনি।
তোলে রব, শুনি মীর জাফরের বাণী,
ক্ষুধিতের হাহাকার দলিতেছে পায়;
স্বপ্ন আজ জেগে রয় ভাতের থালায়।
স্বাধীনতা আজ যেন পল্লি আসমানী।
এই কি প্রত্যাশা ছিল স্বাধীন বাংলার!
অসহায় মা আজও পথপানে চায়!
বোনের আবরু লোটে; অসহ নিকার,
পিতার কাঁধ আজও খালি নাহি রয়।
জাগো যত সহোদরা জাগো সহোদর!
আসিল সময় বুঝি আরো একবার।
শব্দ ব্যাখ্যা:
কান্ধায় > সহ্যশক্তির চরম সীমা
নিকার > লাঞ্ছনা
( পেত্রার্কীয়, অক্ষরবৃত্ত, বর্ণবিন্যাস: ৮+৬, অন্ত্যমিল: কখখক : কখখক :: গঘগ : ঘগগ )