অনুরাগ বিভোর ছন্দমালা বিরচিত যে পুঁথি;
বারি বরিষণে সে কেবলই কালি,,, কালি,,, আর কালোয়
আবৃত, রহিয়াছে অমানিশা তিমিরে গাঁথি।
বহু যতনে যে শুভ্র শুকপ্রাণে ভরিয়াছি মম অন্তর-
বুঝিনি, দিনে দিনে গড়িয়াছি পান্না খচিত কনক পিঞ্জর।
অবশেষে দেখিনু, সে প্রণয় আত্মগরজী বেসে
আমারই পানে অঙ্গুলী উচিয়ে রয়,
পাখিরা নীড়ে ফেরে, পিঞ্জরে নয়।
তৃণ সম মর্দিত করি আপনারে পথিকেরে দেয় স্বস্তি,
শুধে যায় মৃত্তিকা রসদের ঋণ, সুদসহ কিস্তি।

বিমূঢ় অহংবাদে নিয়ত দগ্ধ করিয়াছি তারে-
বুঝিনি, কাগজের নাও অতি আদরেই জলে সন্তরে।