বুনো বল্লরি লুটায় প্লাস্টারে গা ঘেঁষে,
কখনও বা লোহার গরাদে আশ্রয়,
বলিদান দিতে দিতে কাণ্ডে অবশেষে
শেষ অভিলাষ ভাসে কচি দু-পাতায়।

পথে মাখা পঙ্কিলতা, ফিতে ছেড়া চটি
ছাতাতে লুকায়, শেষ গোধূলি বেলায়
বিহঙ্গ তোলে আদরে অন্তিম দানাটি।
দিনলিপি ছিঁড়ে ছিঁড়ে তরণী ভাসায়।

পড়ে থাকে আস্তাকুড়ে কাঁচন সঞ্চয়,
নীরস পর্ণ অন্তরে ভাসে টলমল।
পাথুরে মনের নোনা স্বপ্ন নির্দ্বিধায়
উমর গুনিয়া যায়, যাতনা বিহ্বল।

পাইয়াছি কতখানি খুইয়েছি কি বা,
বুনোফুলে রেখে যায় গুলাব কারাবা।



কারাবা(ফার্সি) - গোলাপ জল রাখার রূপার পাত্র।
( শেক্সপিয়ারীয়, অক্ষরবৃত্ত, অক্ষর বিন্যাস: ৮+৬, অন্ত্যমিল: কখকখ : গঘগঘ : ঙচঙচ :: ছছ )