খুশিকে এমন করে করেছি আশ্লেষ;
হয়েছে বেদনা যত আনন্দ-লহরী।
তোমার জানালা জুড়ে রৌদ্র লুকোচুরি,
এতবড়ো পৃথিবীতে আমি অবশেষ।
মরীচিকা অভিলাষা; পথের বিদ্বেষ,
ভুলেছে আপন পথ - পথের দিশারি।
পুড়ে যায় বরিষণে একা শুক-শারি.
এই তব শেষ দান? এই পরিশেষ?
আছে কিছু সুপ্ত কথা, রইবে না বলা,
রাখ যারে সযতনে; ফুল ছোঁড়া মানা;
আবার পোড়াও তারে ঢাল তীব্র জ্বালা।
অন্তরে অন্তরা বাজে সঞ্চারী অজানা;
পথভুলে পথে পথে এই পথচলা,-
চোরা-গোলি এ শহর অজানা ঠিকানা।
শব্দ ব্যাখ্যা:
আশ্লেষ > আলিঙ্গন
শুক-শারি > শালিক প্রজাতির পাখি
(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)