তোমার মায়াবি কৃষ্ণ-কালো চোখে ডুবে আমি দেখি,
শহীদের রক্তমাখা দুর্ব্বা, শত বৎসের জননী।
পারি না সব ছেড়ে ধরতে তোমার ঐ হাতখানি;
বাংলায় ভালোবাসি বলতে;- বেয়োনেটে নাম লিখি।
রোজ রাতে এক শৃঙ্খলিত বিদ্রোহীর গ্লানি মাখি,
যেথা সত্যের পত্তনে করে শত-প্রাণ কোরবানি;
যেথা শাড়ির প্রান্তে কলির রাবন করে মর্দানি;
সেথা হাত ধরে পারব না ওড়াতে সফেদ পাখি!
ভাল নেই আমি অন্ধকারে ভাল নেই প্রিয়তমা!
তোমার জন্যে পারি না যেতে ভুখার থালা ডিঙিয়ে;-
দীনের রাজ্যে পারি না হতে চির সুখি খানসামা।
নিগৃহীতের অশ্রু মেখেছি, নিজেরে গেছি পেরিয়ে-
পারব না সাড়া দিতে, দেখ, আমায় ডাকে দামামা,
পার যদি পীড়িতের তরে দু-হাত দিও বাড়িয়ে।
( পেত্রার্কীয়, অক্ষরবৃত্ত, বর্ণ বিন্যাস: ১০+৮ )