মনে চায় ভেঙ্গে দোর
চলে যায় দে’দ্দৌড়,
দূর গাঁয় তরু ছায়
গান গায় চিতচোর।
পাল তোলে নৈৗকায়,
আলো জলে ঝলকায়,
হেঁই মারি হেঁইয়ো
ক্ষরে তরি বাইয়ো।
পথ ভোলা পথ হারে
কোন বালা ডাকে তারে,
কোন ধ্যানে হেঁটে যায়;
কারো পানে নাহি চায়।
ধেনু লয়ে পশুপাল
ধীর পায়ে দেয় তাল,
পথ ভরে খুরে খুরে
ধুলি ওড়ে অম্বরে।
দিদা ভাই পান খায়
লাল হয় ঠোঁট, তাই
মনে চায় আমি খায়
লাল হয় রসনায়।
দাদু হাসে লুকি ছুপে
হেসে কেশে ধুঁকিতেছে
কি যে জ্বালা আঁখিপাত!!
দেখ, বালা ষাট! ষাট!
খুকুমনি কিত কিত
নাহি মানি হার জিত,
পাঠ ছুটি আজ তাই
ছোটাছুটি শেষ নাই।
ভুলু সাথে নেই কথা
মা’র হাতে পুলি পিঠা,
কি যে মধু স্বাদ! তাই
ভুলু শুধু মুখ চায়।
নিশাজলে ঘাসফুল
হিন্দোলে মশগুল,
ক’টি পাই আয়ু সার
এতে নাই ক্ষোভ তার।
এ রঙিন দুনিয়াই
কটা দিন বাঁচা ভাই,
কেন হায়! মিছে আশা!
দিয়ে যায় ভালবাসা।