নীরস মাটির ছিল অমিয় তিয়াস,
বরষাও এসেছিল মেঘের শকটে;
ভিজেছে ছাতাটি শুধু অঝর ধারায়।
সিক্ত বীজ করেছিল অঙ্কুর প্রকাশ,-
গজেছিল দু’টি পাতা, ঝড়ের দাপটে-
পায়নি নীলের দেখা - ধুলির ধরায়।
সফেন আলোর মাঝে পথ অন্তহীন;
নিরাশা কুড়ায় কেউ প্রদীপ ছায়ায়;
কারো বা তরণী ডোবে জলের সাপটে।
কত না সাধনা হয় মাঝপথে লীন-
প্রাণের মেলায়।
(কার্টাল সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)