ভরা নদে ভাসা ভাসা ঝলসানো রোদ,
জলের দোলায় দোলে অনুতাপ, আর,-
পথ-পরে রেখে আসা গভীর আঁচড়;-
নিরজনে পলে পলে হানছে প্রতোদ।
বহু-দূর হেঁটে এসে শখের প্রমোদ-
বরষায় ভেজা তবু,- শুকনো অধর।
পাথরের গায়ে লেখা অমর আখর-
ভাষা পায় চেতনায়; অপরাধ বোধ।
সুখের শরীরে এঁকে নখরের থাবা;
ভাবে মন পাবো আরো, আমার সকলি!
(বিবেকের গায়ে শুধু শঠতার কালি।)
আলেয়ার আলোটাকে অবিনাশী ভাবা;
সহজেরে ঘৃণা-ভরে হত-জলাঞ্জলি;
হেলায় হারিয়ে যায় খুশির কারাবা।
শব্দ ব্যাখ্যা:
প্রতোদ > চাবুক
কারাবা > রূপার পাত্র বা কৌটা বিশেষ
(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)