পুড়ায়ে অন্তর, এতো কবিতা, গীতিকা;
বিদ্রোহ, বিপ্লব কতো জীবনের কথা।
বেড়ে চলে সংখ্যা শুধু হৃদয়ের ব্যথা,
কেবলি মনোরঞ্জন! অপর্ণ বীথিকা!
চর্ম-পোড়া ক্ষরতাপে কর্ষিত মৃত্তিকা-
বীজ বুনে ঢালি জল, তোলেনা সে মাথা;
নিছক নিষ্ফলা ভূমি, বালু-শিলা সেথা,
বেড়ে ওঠে উচ্চ শিরে অপুষ্প লতিকা।
মনি-মুক্তা যাহা ছিল, দিলেম ছড়ায়ে;
উলুবনে পড়ে রয়, শুকনো পোয়াল,
যাহা কিছু ন্যাসিলাম, পায়না ফিরায়ে।
আশা তবু বেঁচে রয়, ফেলিনা জোয়াল-
একটিও বীজ যদি কল ছাড়ে ভুঁয়ে,
পুষ্প রূপে প্রকাশিবে, ছাড়ি অন্তরাল।
( পেত্রার্কীয়, অক্ষরবৃত্ত, বর্ণ বিন্যাস: ৮+৬, অন্ত্যমিল: কখখক : কখখক :: গঘগ : ঘগঘ )