দু’টি পল ছাঁয়াতলে বাঁচার নেশায়;
অসীম মরুর বুকে একা বেদুইন-
আঁকছে পায়ের দাগ নিত্য ক্লান্তিহীন;
দেখছে জলের খেলা প্রখর তৃষায়।
অবসন্ন দেহ লয়ে শেষের বেলায়,-
পেছনে ঝায়াল ঝরা বালুর জমিন;
বালুতেই মুছে যায় দু’পায়ের চিন,
ঘন-ঘোর অনুতাপ চোখের তারায়!
যা ছিল দিয়েছি সঁপে বাঁচার সঞ্চয়,
দিনে দিনে গায়ে তার নোনা আস্তরণ,
যেমন কালের গ্রাসে শিলালিপি ক্ষয়।
লহু-লাল পরিধান, নিথর নয়ন,
অভিঘাতে এ হৃদয় করে অয়োময়;
নিশি-দিন করে গেছি ব্যথার বয়ন।
শব্দ ব্যাখ্যা:
চিন > চিহ্ন অর্থে
অয়োময় > লোহা দিয়ে তৈরি
(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)