বাংলা শুধু বাংলা নয়, রক্ত ইতিহাস।
প্রতিটি আখরে জাগে শহীদের প্রাণ,
মায়ের আঁচল ভোলা দুলালের দান,
ছেলের জানাজা পরে পিতার বিশ্বাস।
বলেছিল শফিউর ছড়িয়ে উদ্ভাস;-
“রাষ্ট্র ভাষা বাংলা চাই” আখেরি নিদান।
সালামের বুক চেরা বুলেটের ঘ্রাণ-
অখিল ভুবনে র’বে গরবে বিভাস।
এই ভাষা দুই কুড়ি কাফনের দাম;
তোমাদের এই দান- চির মহীয়ান-
সোনার আখরে র’বে তোমাদের নাম।
স্বরে ‘অ’ –তে জেনে যাবে এই বলিদান;
ঘরে-ঘরে জন্ম নেবে হাজার সালাম;
তোমাদের নাম লয়ে দিলেম জবান।
(মিল্টনিক সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)