তুফানের সাথে দোস্তি করিস না ওরে,-
বেলোয়ারি অট্টালিকা তোর পারভেজ!
তুই রেহাই চেয়ে নে, সে রঙে রাঙাতে;
যে হৃষ্ট আঙ্গুলে রাখা তিতলি আদরে।
উন্মুক্ত পিঞ্জরে তোর মুক্তি না-জায়েজ!
স্মৃতির কাশমোকাশ ভাসে অলখিতে।

জেসমিনের ধোঁয়ানি; আধ পোড়া কাঠে;
আলাপেই শেষ হলো - রাগের বন্দেজ।
নিজেরে পেরিয়ে গেছি - কাছে যেতে যেতে,
কাব্যের মেহেখানায় সবে কেঁদে ওঠে,-
তালি দিতে দিতে।


শব্দ ব্যাখ্যা:
হৃষ্ট > আনন্দিত, প্রীত
তিতলি > প্রজাপতি
কাশমোকাশ > টনাপড়েন
বন্দেজ > বন্দিশ (ঠুংরির বন্দিশ)
মেহেখানা > জলসা
আলাপ > রাগের রূপ প্রকাশে বিনাতালের বিস্তার


( কার্টাল, অক্ষরবৃত্ত, বর্ণ বিন্যাস: ৮+৬, পংক্তি: ৬+৪.৫, অন্ত্যমিল: কখগকখগ :: ঘখগঘগ )