টুং টাং করে কেমন আছো গুলো
এখন আর ভাল আসেনা,
ছুটি গুলো সব বিছানা বালিশে,
এলো-মেলো পথে হাটে না।
দেয়াল ঘড়িটা দেয়ালের মতো,-
মিনিট কাঁটাটি চোখ মুদে মুদে
উঠি উঠি করে ওঠেনা,-
প্রতীক্ষাটাও বাজে না!
সিগারেটে পুড়ে ছাই হওয়া ভোরে
বহুদিন হলো, চা-এর কাপটা
গুড-মর্নিং বলেনা!
সিড়িটারও গতি এঁকে-বেঁকে
সেই নেই জনতার ছাদ!
টেবিলের পরে শো’পিচের মতো
আমিও একটা অবসাদ!