দেখবে আমায় যদি ও চোখের নর্ম সাফ করো,
আমার পথের পরে কাঁটা দাও, কদুক্তি পশ্চাতে,-
তুমি যে পাবেই ত্রাণ- বলো দেখি নির্ভয়ে নিশ্চিতে?
নই আমি আন কেহ, অযথা অবাক ভাব ধরো!
নেশার লাটিমে চড়ে, অন্ধকারে মেকি ঢিল ছোঁড়,
ভেতরে প্রেতের ছায়া দেখছো না সন্মোহ দৃষ্টিতে।
যায় দিন মোল্লাবাজে, অবহেলা সমগ্র সৃষ্টিতে।
ভালোবাসা নিরাকার, কোন্ নিয়মের ছাঁচ গড়ো?
যে বাসে অলিরা গায়, যে ধারায় গড়ছে প্রপাত,
কী তার সীমানা বলো, চেহারায় কী তার আকার?
ভেতরে নিজেকে পূজো, নিজেরেই করো প্রণিপাত।
আদিম অনন্ত যার, আগামি দিগন্তে একাকার;
ধূলি যার পায়ে মাখে- সেইতো ধূলির সহজাত!
যে শিশু আদরে হাসে, তার তরে কিসের আচার!
(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+১০)