মুই তো মাগিনু কিয়ৎ অনুপল আশে!
সঁপি গেলে ফিজীবন অনন্তবকাশ।
নবজন্ম ক্রন্দে, রয় হাসিবার আশ,
বদনের ক্ষত ভরি ওঠে নব কোষে;
বিরহে বিচূর্ণ মন জুড়িবে সে কিসে!
জবাকুসুম-সংকাশে কান্দণ প্রকাশ
করিব না, করিব না তমোশে তল্লাশ-
এষণিব নীলাম্বরে ঘন পরবাসে।
হে বাঞ্ছিতা, আবছায়া মম মনোবাঞ্ছা-
উড়িবে গরূত্ মেলি সমীরণে ভেসে
ক্ষ্যাপা বাউল বিষাদ স্বরলিপিকায়।
ভগ্ন হিয়ার টুকরো গাঁথিয়ো পঁইছা-
রাখিয়ো যতনে, শৈল বক্ষে মৃদু হেসে
তব দত্ত অবকাশে করি রাহাব্যয়।
( পেত্রার্কীয়, অক্ষরবৃত্ত, পর্ব: ৮+৬=১৪, অন্ত্যমিল: কখখক : কখখক :: গঘঙ : গঘঙ )