ক্যামেরাবন্দি দান-দক্ষিণা
কিনতে কি পারে গোর?
সম্বল শুধু লেবাস মাইরি!
লেবাসের নীচে চোর।

দুস্থ বানিয়ে দুস্থের সেবা,
আহা! কি চমেৎকার!
চড় যদি হয় ধিমা-লয়-তালে
কিবা তার প্রতিকার?

আদবের আগে ‘বে’ যদিও লিখি
তাও থেকে যায় কমতি,
বিবেকটা তোর মরেছে, না আছে,
মেরে দেখ রাম চিমটি।

লজ্জা-শরম! সে কেমন চিজ?
খায়? নাকি, গায়ে মাখে?
চাইনিজ, থাই মনে হবে; যদি
থুথু ফেলি তোর মুখে।




চমেৎকার > চমৎকার -এর আঞ্চলিক রূপ