সূর্যালোকের প্রতিবিম্বটা ছুঁয়ে এসে সেই চোখ;
আলো ফেলে যায় অন্ধ-হৃদে; মখমলী কার-পেট।
রিকান্ডিশান মূর্ছানো ফুল; আমার খালি পকেট,
ছিল উদ্ভাসিত, ঝলমলে, তবু ছিলনা - বিমুখ।
ছিল গাও-ভর্তি অভিমান আর চক্ষু ভর্তি রোখ;
আইসক্রীমের চকলেট যেন হয়েছে - লোপাট,
মনে পড়ে এই অবেলায় সেই প্রেমের - ঝঞ্ঝাট;
সুখী সে, সুখীর মতো আমি, আছে তবুও অ-সুখ।

হাওয়াই ভাসে পোড়া গন্ধ; উড়ছে কোথাও ধোঁয়া-
সূর্য শুধু আলোই দেয়না- পোড়ায়ও সারাবেলা।
ন্যায্য, দৃপ্ত-পাওনারা আজ সবই দেখি বকেয়া;-
নাট্য-মঞ্চ ঠিক-ঠাক আছে বদল হয়েছে পালা।
মূর্ছা-গোলাপ তেমনি আছে হয়নিকো তারে দেয়া-
সূর্য-পৃষ্ঠে চোখ রেখে দেখি, ভয়-কাতুরে অভয়া।



(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ১০+৮)