উখলিত ও-শহর। তালে তাল ধরে-
ধ্বনি তোলে ঝুম বৃষ্টি, যুগল-বন্দনা!
নিষ্কলঙ্ক সূত্র-বন্ধে রাখা ইকেবানা-
সুশোভিত সারাদিন; - বসন্ত আদরে।
চন্দ্র নেমেছে কার্নিশে; ঘরের অন্দরে,-
নিজেকেই ডাকা নিত্য, জবাব আসেনা।
বোধের শরীরে পাংশু নিশান মোছেনা,
ক্ষণিকের শোভা পড়ে আছে বৃথা ঘরে।
দেয়ালের ভাঁজে ছুটি খায় লুটো-পুটি!
ভোগের তৃষ্ণা কোথাও ফেরারি আসামী,-
‘একই ছত্রে দু’জন’ মানেটা বোঝ না।
নাগরিক স্বপনেরা করে ছুটা-ছুটি;
পরিযায়ী ভালবাসা, পরিযায়ী তুমি,-
মুক্ত বাতাসে সহন স্বপন আঁক না।
শব্দ ব্যাখ্যা:
ইকেবানা > ফুল সাজানোর জাপানি প্রথা
নাগরিক > নগরে বসবাসকারী
সহন > টেকসই অর্থে
(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)