চপল তরু, চটুল পায়;
নতুন জোরু জলকে যায়।
বৃদ্ধ বুড়া খুকশি কাশে,
চাকুর ছোড়া মুচকি হাসে।

              কলসি পুরু, কৃশ কাঁকাল
              নতুন জোরু টালমাটাল,
              বিকাল গড়ে নেইকো পল
              ছলকে পড়ে ঠিলির জল।

ঝুম ঝুমা ঝুম পায়ের মল-
শুনছে নিঝুম মদন দল,
ক্বচিৎ পরে হাঁকছে শিষ,
রোষের পরে ঢালছে বিষ।

             মন্দ লয়ে শকট যায়,
             মোহিত হয়ে চালক চায়,
             চরণ চুমি নীহার পোড়ে
             পবন থামি চিকুর নাড়ে।

রবির আলো ছুপ ছুপিয়ে;
খেলছে ভালো মুখ লুকিয়ে,
বারিদ ভঙে গায় সারি;
“ভরাট গাঙে ঢাল্ বারি।”

             নদীর কূলে মাছ শিকারী
             ফাৎনা ভুলে চায় ঠেকারী,
             জোরুর ধড়ে পিত্তি পোড়ে,
             ইচ্ছে করে ঢিলটি ছোঁড়ে।

বউ কথা কও কয় কথা,
পাল তোলা নাও যায় কোথা?
ময়না ফিঙে লেজ ভারি,
কেশের রঙে রং তারি।

              ছাতিম তলে পথিক জিরে,
              জোরুর গালে তিলটি হারে।
              জরীণ ফিতায় গোপ হেরি;
              চেতন চিতায়, ঝকমারি।


চাকর চাকে গোল ধাঁধা,
পথের পাঁকে দেয় বাধা,
এসব দেখে যায় মরি!
ডাগর চোখে রাগ ভারি।

               রাগের তরে ঝিকুট নড়ে,
               মাথার পরে আগুন ঝরে।
               নতুন জোরু ঘোমটা টানে,
               কুঁচকে ভুরু লজ্জা হানে।