পিচ ঢালা পথে ঝরা বরষার জল-
গড়িয়ে গড়িয়ে খোঁজে মাটির বদন।
অধর ডগায় নিয়ে তৃষাতুর মন;
আষাঢ়ের এক ফোটা আয় ছুঁবি চল।
লোহার গরাদে দেখা ধুসর বাদল;
হিম হয়ে ঝরে যাক- ঊষর স্বপন,
মেহেদির ফিকে রঙ, অতীত যাপন,
নোনা জলে ধুয়ে যাক; পুরোনো কাজল।
আলগোছে রেখে আসা বোশেখের দাগে,-
মেহ-ঘন-ছায়া এসে আঙ্গুল বোলায়,-
প্লাবনে প্লাবনে নব কিশলয় জাগে।
বেনোজল - যদি ভরে চোখের কোণায়;
পথভোলা কোন এক পথিক-বিরাগে;
ধুয়ে-মুছে ঝরে যাক – শ্রাবণ-ধারায়।
শব্দ ব্যাখ্যাঃ
ঊষর > অনুর্বর/নিষ্ফলা
মেহ-ঘন-ছায়া > মেঘের ছায়া
(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)