সনেট রিডাবল্/হিরোয়িক ক্রাউন – শেষ পর্ব মাস্টার সনেট



কী রঙ দেব হৃদয়ে, রক্ত ক্ষরা পূর্বে!
পড়ে আছি বেলাভূমে; সাগর সমুখে।
শরীর অথর্ব তবু; দম আছে চোখে;
শত অশ্রু আছে বাকি, তাকাও অর্ণবে।
দেখ আগে যত লাস্য - রয়েছে সগর্বে,
আজ প্রশ্ন কেন তবে, আছি কোন্ সুখে!
ফিরিয়ে ‍দেবেনা জানি; এ তুচ্ছে অলক্ষ্যে,
খবরটি যেতে যেতে; সে খাকে লুটাবে।

মুছে দিয়ে হেনা রঙ – ভিনদেশী রাণী;
স্বস্তি, সে হাতে ভরেছি রঙ দু’টো দিন,
জান না, ঝরা পল্লব; ফুলের নিশানী!
মৃত্যু আছে তাই বুঝি; - জীবন রঙিন।
ফের দেবে এ কাফির প্রেমের জবানী;
তলবে-হুকুম জারি; - যাতনা রণন।


(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)


প্রকাশিত ১৪টি পর্বের প্রথম পংক্তিগুলোর পর্যায়ক্রমিক বিন্যাসে শেষ পর্ব গঠিত। এটিই “হিরোয়িক ক্রাউন” বা “মাস্টার সনেট”। সকল পর্বগুলি ধৈর্য সহকারে পাঠ করার জন্য সম্মানিত পাঠকবৃন্দকে জানাই আন্তরিক ধন্যবাদ ও ভালবাসা।