সনেট রিডাবল্/হিরোয়িক ক্রাউন – ৮ম পর্ব



খবরটি যেতে যেতে; সে খাকে লুটাবে,
এক উম্র্ চলে যাবে; মুহূর্তের পিছে।
প্রদীপ জ্বালাতে তেল কেন দাও মিছে!
নিশীথে পোড়ার দাম! সে, সূর্য চোকাবে।
দু’গজ জমি খনন - কেন কর! তবে,-
শোহরত, আবরু কি - খাক হয়ে গেছে?
যে আবরুর কাফনে প্রেম ঢেকে আছে;
বে-আবরু হোক লাশ, কাফন কী হবে!

প্রেমের নেশায় তারে বানালাম সুরা,
হুশ তো তখন হ’লো; যখন সে বলে,-
মত্ত আমি একা নই; মাতাল ধরণী।
স্থায়ীতেই করতালি না শুনে অন্তরা;
মেহেদির নকশা কি রেখা মুছে ফেলে!
মুছে দিয়ে হেনা রঙ – ভিনদেশী রাণী।


শব্দ ব্যাখ্যা:
উম্র্ [আরবি] > উমর
হেনা > মেহেদি

(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)