সনেট রিডাবল্/হিরোয়িক ক্রাউন – ৬ষ্ঠ পর্ব
আজ প্রশ্ন কেন তবে, আছি কোন্ সুখে!
আলেয়ার আলো ছিল সে নয়নে মাখা;
তাকাওনি, মুঠো ভরা সূর্য ছিল রাখা,
আমার থাকা না থাকা! আর্শি ধরো মুখে।
জুয়াড়ি আশিক আমি; বাজি ধরি দেখে,
বেঁধেছি অন্তর তব, বাঁধিনি তো পাখা!
উড়ে যাও - যদি যাবে, বেছে নাও শাঁখা;
এ অহংকার দিলাম - দস্তাবেজে লিখে।
এতোদিন দুনিয়াকে শত্রু হলো ভাবা,-
রোজ দেখি আয়নায় চেহারা এ কক্ষে;
আজ, আয়নায় শত্রু, বাহ! মারহাবা!
বার বার কেন চাও - পথ-অভি-মুখে!-
তব দ্বারে নাড়বো না কড়া যদিও বা;
ফিরিয়ে দেবেনা জানি; এ তুচ্ছে অলক্ষ্যে।
শব্দ ব্যাখ্যা: আর্শি > আয়না
(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)