সনেট রিডাবল্/হিরোয়িক ক্রাউন – ৪র্থ পর্ব



শত অশ্রু আছে বাকি, তাকাও অর্ণবে,-
মেপে নাও, যত জল হিসেব খাতায়,-
কত চাওয়া বিফলে ধুলিতে লুটায়;
কত স্বপ্ন চূর্ণ হলে দেনা শোধ হবে।
ছিঁড়োনা রেশমি ডোর, - কিছু তবু রবে!
নাই বা বাসিলে ভাল, থাকি বিতৃষ্ণায়।
তোমার আকাশ নীল - শারদ বেলায়;
সতত আঁকি চুম্বন – সে দীপ্ত নসিবে।

স্বপ্নের প্রতিটি খণ্ডে দাফন আমার;
কতবার মরে গেলে মৃত বলা যাবে!
ভাবি, তোমায় স্মরণ করবো না আর;
কিন্তু এ প্রায়শ্চিত্তে যে, - শ্বাস নিতে হবে!
চেয়না পিছনে সেথা; আমার আঁধার,
দেখ আগে, যত লাস্য - রয়েছে সগর্বে।



শব্দ ব্যাখ্যা:
অর্ণব > সমুদ্র
লাস্য > স্ত্রীলোকের লীলায়িত উৎফুল্লতা

(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)