সনেট রিডাবল্/হিরোয়িক ক্রাউন – ৩য় পর্ব
শরীর অথর্ব তবু; দম আছে চোখে,
দিশা-হারা এ কাফির, নয় বেইমান।
শেষ দেখা যদি হতো সেই অভিমান;
মানাতাম পুনরায় - চির চেনা সুখে।
শেষবার তুমি-আমি আছি প্রতিমুখে,
যে হাতে ভরা পেয়ালা করে গেছি পান;
আজ দেখি সেই হাতে অয়োমুখী বাণ,
এই যোগ্য প্রতিদান - নেব হাসিমুখে।
আমি আমার কাতিল, খঞ্জর কী হবে!
তার চেয়ে এই ভাল; তিলে তিলে মরি,
চাওয়া মাত্র যা পাবে; জোর কেন তবে!
চাই মোরা খাকে উড়ি; মান সদা রবে।
একটু দাঁড়িয়ে বাঁধ; ক্ষণেক ও তরী,-
শত অশ্রু আছে বাকি, তাকাও অর্ণবে।
শব্দ ব্যাখ্যা:
প্রতিমুখ > সামনা-সামনি, মুখো-মুখী
অয়োমুখী > লৌহ নির্মিত বাণ
তাকাও > পর্যবেক্ষণ অর্থে
অর্ণব > সমুদ্র
(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)