সনেট রিডাবল্/হিরোয়িক ক্রাউন – ২য় পর্ব
পড়ে আছি বেলাভূমে; সাগর সমুখে,
ঝরে যাওয়া বিন্দুর কিবা দাম তার;
স্বপ্ন যদি রোদে জ্বলে সাগরে মেশার!
বিশেষ দ্রষ্টব্যে থাকা, জীবনকে মেখে।
সেই উত্তাপ কোথায়! আতশী দোজখে,
যা আছে অন্তরে সুপ্ত; বিরহ জ্বালার!
লহু দিয়ে লিখে দেব প্রাণের আখর-
নিত্য, তব প্রাণহীন লাস্য অভিমুখে।
প্রভু, বৈরী বায়ু যদি ঝরায় অতসী!
জীবনের তালিকায় নাম কেন লেখে!
এ মর্তে আমি তো নই জাস্তি-পরবাসী!
বেদাগ এ মরুভূমে পদ-চিহ্ন রেখে;-
বিচলিত কেন হও? ভেবোনা প্রেয়সী,
শরীর অথর্ব তবু; দম আছে চোখে।
শব্দ ব্যাখ্যা:
অতসী > সোনালী রঙের ফুল
আতশী > জ্বলন্ত
জাস্তি > বাড়তি
(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)