সনেট রিডাবল্/হিরোয়িক ক্রাউন – ১৩তম পর্ব
ফের দেবে এ কাফির প্রেমের জবানি,
বালিতে জলের দাগ রাখবে প্রমাণ,-
বয়েছিল কোনদিন - স্বচ্ছ প্রস্রবণ!
ভেসেছিল প্রেয়সীর বিলাস-তরণী।
শুনেছিল মুফলিস বাঁচিবার বাণী.
ভেবেছিনু এ আমার মুক্তি-সঞ্জীবন;-
দণ্ডাদেশ দেয়া হলো; বন্দি আমরণ,
দেনাদার এ আদম হ’লো আরো ঋণী।
ভুল যদি হয়ে থাকে নাশের কারণ;
মিলেছি আমরা সে কি,- প্রকৃতির ভুলে!
শত্রু যদি জ্বেলে দেয় মরমি বেদন;
বল প্রিয়, এ সংসারে, বন্ধু কারে বলে!
পথের দিশারী দিল স্মৃতির সমন,
তলবে-হুকুম জারি; - যাতনা রণন।
শব্দ ব্যাখ্যা:
মুফলিস > রিক্ত
সঞ্জীবন > জীবন সঞ্চার
আদম > মানুষ
(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)