সনেট রিডাবল্/হিরোয়িক ক্রাউন – ১২তম পর্ব
মৃত্যু আছে তাই হ’লো - জীবন রঙিন;
বেজে ওঠো সুরে, আমি, তোমার জোয়ারি;-
বেলোয়ারি ঝাড় হয়ে তিমির-প্রহরী,
বিষের পেয়ালা হোক আমাতে বিলীন।
ঘোমটার ঘনঘটা তোমাতে আলীন;
মুহূর্তে তোমার ঐ রুহ্ ছুঁতে পারি;
আমার দর্শনে তবে কেন পর্দাদারী!
তোমার আবরু মোর নয়নে নিলীন।
সরাও জরিন পর্দা আলোর যোগিনী,
তোমার তিয়াশে মনে যে দীপ জ্বেলেছি;-
বিরহ অনল হয়ে পোড়ায় ধরণী।
ডুবে গেছি নোনা জলে লহরী জানেনি;
যাবে না জেনেও পাড়ে; তরি ভাসিয়েছি,
ফের দেবে এ কাফির প্রেমের জবানি।
শব্দ ব্যাখ্যা:
জোয়ারি > যে ফলক সেতার, বেহালা প্রভৃতির তার ধারণ করে (Bridge)
আলীন > আস্তীর্ণ (Spread out)
নিলীন > অবস্থিত অর্থে
(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)