সনেট রিডাবল্/হিরোয়িক ক্রাউন – ১১তম পর্ব



জান না, ঝরা পল্লব; ফুলের নিশানী!
নাহয় হ’লো না মেঘে বৃষ্টি বরিষণ;
দাবানলে পুড়ে হোক উজাড় কানন;
দাগটুকু থেকে যাক; বরষা আসেনি।
হাতের রেখায় মোর কি ছিল না জানি!
যে পথে হেঁটেছি শুধু আর্তি বিধুনন,
নাহয় হ’লো না ভরা তারায় গগন;
রেখেছি আকাশ জুড়ে ধূলির উড়ানি।

কতটুকু মোহে করে - সত্তাকে বর্জন!
আমিও ভেঙেছি মন; হেনেছি বেদনা;
হয়েছি বিশ্বাসঘাতী; দিয়েছি যাতনা;
তবুও তোমারি জন্য, - মৃত্যু আমরণ,
সত্তায় মেশা তোমায় ভোলা তো গেলনা!
মৃত্যু আছে তাই বুঝি; - জীবন রঙিন।


শব্দ ব্যাখ্যা:
বিধুনন > কম্পন

(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)