সনেট রিডাবল্/হিরোয়িক ক্রাউন – ১০ম পর্ব
স্বস্তি, সে হাতে ভরেছি রঙ দু’টো দিন;
যেথায় স্বপ্নের চূড়া; দৃঢ়, বে-দখল;
সেথা তব অসীমতা; আমার শৃঙ্খল,
আমার সীমানা আঁকা; দু’গজ জমিন।
ভাগ্যে ছিল হয়তো বা আশিস্ অঙ্কন!-
নিজেই লিখেছি আমি নিজের কপাল;
লিখাতো সবে; যদি না; হত অমঙ্গল।
সাত রঙে সেজেছিল - তবু অনু-ক্ষণ।
স্বপ্নাতুর চোখ স্বপ্ন দেখে অবিরত;
স্বপ্নেই দাঁড়িয়ে থাক; অনন্ত নন্দিনী,-
সত্যি হ’লে এ কাফির স্বপ্ন-হারা হ’তো।
সাগরে হারালে তবে - পূর্ণ শৈবলিনী,
আঁধার না এলে সূর্য; বৃথা জ্বলে যেত,
জান না, ঝরা পল্লব; ফুলের নিশানী!
(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)