নাগরিক রাত নামে নিঝুম নগরে,
নীরবতা ছুঁতে চাই যত কোলাহল,-
জোছনা শকটে চেপে যেন অবিকল-
ঘুমের দেবতা ভ্রমে- নিকষ আঁধারে।
সোডিয়ামে বুক পেতে বিরান প্রহরে-
অবারিত রাজপথ, নেই চলাচল।
রাত জাগা নিশাচর ভুলেছে সকল-
পেছনের মোহ মায়া, হ্যামিলন সুরে।
এ নগরে রাত নামে খুলে দিতে খাতা,
যে কথাটি লেখা থাকে মলাটের ভাঁজে,-
যে সুরের স্বরলিপি আনে নীরবতা।
ইট কাঠ পাথরের দেয়ালের খাঁজে-
ধুলায় ধুসর হয় সবুজ কবিতা,-
তবুও আঁধার শেষে, শেফালিকা সাজে।
(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব ৮+৬)