চেনা পথে আজ আমি অচেনা মুসাফির।
দিশাহীন ভালোবাসা হাতে জনাকীর্ণ পথে
আমার চুপিসারে পথচলা।
রক্ত চোখের উষ্ণ তারায় এ কার ছবি,
ক্ষরতাপে দগ্ধ হিয়ার বহ্নি দহন জ্বালায়
নিঃশর্ত মুক্তি পেতে চাই।
আপনি জানেন কি?
আপনার চোখে আমার ছবি আঁকি,
তবুও কেন অভিমানে
না চাওয়ার সাথে সমঝোতা,
কেন ঘৃণা করিবার ছল।
সেকি অভিমান নাকি ভ্রমরের খেলা,
ছলনা, নাকি ভালো থাকিবার আদিম লালসা।
এতো বছর পর এসে সে আমার চির অচেনা, চির অজানা,
সে এক অচিন আঁখির জ্যোতি।
অনতিক্রান্ত বহুদূরের পথে
সে অনেক আগেই হেঁটে গেছে।
দেখা হবে বন্ধু, এই পথের ধুলিতে,
গোলাকার বসুমতী।