ঢাল সাকি শেষ জাম - শরাবে শরাব,
ছড়াবে এ ধুপ তব গুলাব খুশবু-
তৃষ্ণার্ত মুনতাজির, দর্দ লা-জবাব!

ও হামসফর, তব নয়নে নীলাম্বু,
আমাদের তালুকাত - মরীচিকা, গাহি-
তোমারি গজল, আমি আজন্ম নিরম্বু।

বাতাসে ওড়াই খাক, ক্ষম এ-ইলাহী;
হেনেছি জখম! আমি যে গুনাহগার,-
মালাক-আল-মাউত লিখে দাও ওহী।

তোমার গুলবাহার - জ্বালাবোনা আর;
দেব সাকি এ খরার পেয়ালায় চুম;
এই বানজার তৃষা কেবলি আমার।

ধারাজলে পিয়া ঝু-ম ঝু-ম পিয়া ঝুম,,,



মুনতাজির > প্রিয়ার জন্য যে অপেক্ষা করে
নিরম্বু > জলহীন
বানজার > পতিত ভূমি

( তের্জারিমা, অক্ষরবৃত্ত, বর্ণবিন্যাস ৮+৬, অন্ত্যমিল: কখক : খগখ : গঘগ : ঘঙঘ : ঙ )