মনে হলো সম্বিত ফিরে পেলাম।
এক আঁজলা নীল রক্ত নিয়ে দাঁড়িয়ে আছি, বিবস্ত্র।
আমার সামনে ও পেছনে-
ত্রি কালের সমস্ত মানুষের একটা সারি;
পরনে পুরস্কার সরূপ ঝলমলে রেশমী বসন।
সামনে, ডান হাতে একটি কালো পাথরের পাত্র নিয়ে
এক অত্যুজ্জ্বল বসনা কিশোর;
বাম হাতের মুঠোয় যেন অজস্র কোটি ব্রহ্মাণ্ড ধরে আছে।
প্রত্যেক কে তাদের ইচ্ছা বহুগুণে বাড়িয়ে দিয়ে-
এক এক করে সেই কিশোর জিজ্ঞাসা করছে;
কি চাও?
আকাশ, বাতাস, জল, স্থল, পৃথিবী চেয়ে নিচ্ছে সকলে,
তাদের কে তাই দেওয়া হচ্ছে।
আমাকেও একই প্রশ্ন করা হলো;
আমি এক মহা আনন্দে কেঁদে উঠলাম,
আঁজলা এগিয়ে ধরে বললাম;
এটা রাখতে চায়।
কিশোর, তার পাত্রটি এগিয়ে দিল।