শ্বাস ফুরালেই মৃত্যু আসেনা সংসারে।
মরণ তথায় সত্য- যবে আসমানে-
মেঘের ভাঁজে শেষটা নিত্য দিন গোনে,
নিরর্থক এই অর্থ খোঁজা কার্ তরে?
যেখান থেকে সকল স্বপ্ন যায় সরে;-
(শান্ত জলের বুকটা চিরে প্রাণপণে-
জীবনটাকে ডাঙায় তোলা গুণ টেনে,)
প্রাণটা তখন পাংশু হয়ে রয় পড়ে।

এক জীবনের লগ্ন সে তো অল্প নয়!
সকাল-দুপুর কিংবা বিকেল-রাত্রিতে-
এক নিমেষের জন্যে বাঁচি কল্পনায়।
দিন ফুরালেই নিদ্রা সাজাই শার্শিতে,
ঘুমের জন্যে আমরা থাকি - প্রত্যাশায়,-
মরার পূর্বে মৃত্যুটা নিই হাত পেতে।



(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)