বলে মায়ে, “নাহি করে মরদ রোদন;”
হেসে উঠে বলি, “আমি মরদই বটে!”
মুছে বলি, “আর জল নেই আঁখি-পটে।”
ছোট বেলা মায়ে দিত এই প্রণোদন।
ঢালী লয়ে খাড়া আমি বীরের মতন;
কত ঝড় এলো গেলো জীবনের বাটে-
একফোটা ঝরেনিকো ঝড়ের দাপটে,
রণভূমে আঁখিজল অননুমোদন।

আজ মায়ে থাকে দূরে ক্রোশ লাখো শত;
তারাদের পাশাপাশি সেই মুখ হারি,-
জোছনার সাথে তব মমতা বিতত।
শত মাতা আশমানে ঝাড় বেলোয়ারি,
আঁখিজল আজ করি বরণ সতত;
আমি তো কই!- মরদ হইলেম না তো!



( পেত্রার্কীয়, অক্ষরবৃত্ত, বর্ণবিন্যাস: ৮+৬, অন্ত্যমিল: কখখক : কখখক :: গঘগ : ঘগগ )