বোঝে না বেহুশ মন,- আপনার ধন-
জমাস বালুর বাঁধে; জলের সাপটে-
নির্ধন হ’বি! ছিঁড়বে মায়ার বাঁধন;
বাঁধবি কিশতি কোন অচিনের ঘাটে?
মালুমকাঠে - বাদাম ওড়াস বাতাসে!
জানিস না মন ওরে! বেয়াড়া সময়ে-
পোতটিও ঘুণে কাটে! অসীমের আসে-
রাখিস না ভর পালে দিশাহীন বায়ে।
ভবের বাজারে বিকে আপনার আমি;
দামটি সঠিক পেলে। মন তুই ভোলা,-
আয়নাতে দেখ খুঁজে; সবচে’ বেদামী,
সবটুকু ফাউ তোর আগা-পাঁচ-তলা।
দলিল যেখানে সব - আর কিছু নাই;
ধূপের চিতায় মন - পুড়ে হয় ছাই!
শব্দ ব্যাখ্যা:
মালুমকাট > মাস্তুল
আগা-পাঁচ-তলা > সম্পূর্ণ অর্থে
(শেক্সপিয়ারীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)